Logo
Logo
×

সারাদেশ

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে

ফাইল ছবি

কাপ্তাই উপজেলায় অবস্থিত কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে। বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটের সবকটিতেই বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। দৈনিক ২৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রে ২০৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, সদ্য বর্ষায় নেমে আসা পাহাড়ি ঢলে বর্তমানে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পরিমাণ পানি বেড়েছে। ফলে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বর্তমানে কেন্দ্রে সর্বোচ্চ ২০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়েই উৎপাদন সম্ভব হচ্ছে। কিছু দিনের মধ্যে উৎপাদন আরও বাড়বে।

কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ জানায়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৪ ফুট বা এমএসএল। রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট। তবে ১০৭ ফুট অতিক্রম করলে বিপৎসীমা হিসাবে গণ্য করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম