Logo
Logo
×

সারাদেশ

আপনারা গুম-খুনের চেতনায় বিশ্বাসী: গয়েশ্বর

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পিএম

আপনারা গুম-খুনের চেতনায় বিশ্বাসী: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ শুধু মুখেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনা আর মুদ্রা পাচারের চেতনা এক নয়। খুন করা গুম করা মুক্তিযুদ্ধের চেতনা নয়। যদিও আপনারা (আওয়ামী লীগ) গুম-খুনের চেতনায় বিশ্বাসী।’

শুক্রবার বিকালে যশোরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের শেখ রাসেল চত্বরে (ভোলাট্যাঙ্ক রোড) সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কোনো শক্তি শেখ হাসিনাকে আর ক্ষমতায় রাখতে পারবে না। জনগণের সামনে মাথানত তাকে করতেই হবে। জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনযুদ্ধে জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। আপনার (শেখ হাসিনার) আশপাশে লুটেরা দুর্নীতিবাজরা অবস্থান করছে। দুর্নীতিবাজরা শেখ হাসিনাকে ভাগা দেয়। ভাগা পান বলেই তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না তিনি।’

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মুদ্রা পাচারকারী, নারী পাচারকারী বহু লোক বিদেশে চিকিৎসা করাতে যায় সেক্ষেত্রে বাধা নাই। খালেদা জিয়ার ব্যাপারে বাধা কিসের। এখনো সময় আছে খালেদা জিয়ার বাধা দ্রুত প্রত্যাহার করেন। আমরা গণতন্ত্রের পথে আছি। আপনারাও আসুন।’

পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। এমন বাংলাদেশ পাকিস্তানের বর্বরতাকে হার মানায়। কাল থেকে যদি জনগণ ট্যাক্স বন্ধ করে দেয়, খাজনা বন্ধ করে দেয়; তাহলে বাঁচার জন্য আপনাদের বেতন কী শেখ হাসিনা দেবে! শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তার কথায় গুলি করবেন, গ্রেফতার করবেন। যে মানুষ পাঁচ বছর আগে কবরে গেছে তাকেও মামলার আসামি থেকে বাদ দিচ্ছেন না। জনযুদ্ধে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। জনযুদ্ধে জনগণের সঙ্গে দাঁড়ান। জনগণের শাসন করার ক্ষমতা রাষ্ট্র সংবিধান আপনাদের দেয় নাই।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সদস্য সাবেরুল হক সাবু, টিএস আইয়ুব প্রমুখ। 

সমাবেশ শেষে গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রং-বেরঙের ব্যানার-ফেস্টুন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ফেস্টুনসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রায় যোগ দেন। এ সময় খালেদা জিয়ার মুক্তিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম