Logo
Logo
×

সারাদেশ

নৌকার কোনো বিকল্প নেই: রেলমন্ত্রী

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ১০:৪৯ পিএম

নৌকার কোনো বিকল্প নেই: রেলমন্ত্রী

নৌকার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার বিকালে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের উন্নয়ন কাজের উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের তাণ্ডবে ২০১৪ সালের আগে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বন্ধ হয়ে যাওয়া সব ট্রেন পুনরায় যাত্রাবিরতির ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে এই স্টেশনের আধুনিকায়নে পৃথক দুটি প্রকল্পে ১ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, বর্তমান সরকার রেলওয়েসহ প্রতিটি বিভাগের উন্নয়ন করে যাচ্ছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। 

নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। 

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল। 

সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহীদুল্যা হেল কবির ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক বকসী রাজা, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল খালেক মন্ডল, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আবুল বাশার, শাহীন চোকদার, তরিকুল ইসলাম নয়ন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম