Logo
Logo
×

সারাদেশ

সাঈদীকে নিয়ে ছেলের স্ট্যাটাস: জামিনে মুক্তি পেলেন সেই মা

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ১০:২৭ পিএম

সাঈদীকে নিয়ে ছেলের স্ট্যাটাস: জামিনে মুক্তি পেলেন সেই মা

মায়ের সঙ্গে বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমান। ফাইল ছবি

আট দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত তানজিলুর রহমানের মা আনিছা সিদ্দিকা। 

সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান তার আবেদন মঞ্জুর করেন। সন্ধ্যায় আনিছা সিদ্দিকা খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান।

এর আগে ২০ আগস্ট সকালে নগরীর বয়রা হাজী ফয়েজ উদ্দিন সড়কের বাবার বাড়ি থেকে আনিছা সিদ্দিকাকে গ্রেফতার করে পুলিশ। খালিশপুর থানা পুলিশ জানায়, অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ায় আনিছা সিদ্দিকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

তবে আনিছা সিদ্দিকার ছেলে তানজিলুর রহমান অভিযোগ করেন, ফেসবুকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে লেখালেখি করায় খুলনায় তার মামা বাড়ি ভাঙচুর চালায় পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের লোকজন। সেখানে গিয়ে প্রতিবাদ করায় তার মাকে পুলিশ গ্রেফতার করে।

এদিকে ছেলের ফেসবুক স্ট্যাটাসে মা গ্রেফতারের সংবাদ নিয়ে দেশে ও বিদেশে সমালোচনার ঝড় ওঠে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও আনিছা সিদ্দিকার মুক্তি দবি করেন। রোববার সকালে ঢাকায় মার্কিন দূতাবাস এ সংক্রান্ত সংবাদ শেয়ার করে

আনিছা সিদ্দিকার আইনজীবী মনিরুল ইসলাম পান্না বলেন, ২২ আগস্ট মহানগর হাকিমের আদালতে প্রথম জামিনের আবেদন করা হয়। কিন্তু জামিন পাওয়া যায়নি। ২৪ আগস্ট ফের জামিনের আবেদন করা হলে তাও নাকচ করেন আদালত। ২৭ আগস্ট খুলনা মহানগর দায়রা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করা হয়। যা মহানগর দায়রা জজ আদালতের ক্রি: মিস ৮৮২/২৩ নাম্বারে রেকর্ডভুক্ত হয় এবং ৩১ আগস্ট নথি প্রাপ্তিসাপেক্ষে শুনানির জন্য দিন ধার্য হয়। ২৮ আগস্ট আদালতে নথি আসায় আইনজীবী পুনরায় শুনানির আবেদন করেন। 

মহানগর দায়রা জজ আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান জামিন শুনানি করেন। শুনানিতে বয়স ও আর কোনো মামলা না থাকায় তার জামিন মঞ্জুর করেন। 

আনিছা সিদ্দিকার স্বামী আলমগীর শিকদার জানান, সন্ধ্যায় আনিছা সিদ্দিকা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম