Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১০:৫৭ পিএম

ধামরাইয়ে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন

ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমএ মালেকসহ বক্তারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাঙালি জাতি কলঙ্কমুক্ত হতে পারবে না। বিদেশে পলাতক থাকা সব খুনিদের দেশের মাটিতে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। বিশ্বাসঘাতক খুনি বেইমানরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট যেভাবে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করেছিল তাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না।  যেকোনো মূল্যেই হোক পলাতক ওই খুনিদের বাংলার মাটিতে ফিরিয়ে এনে রায় কার্যকরের মাধ্যমে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করা হবে। 

রোববার বিকাল ৪টার দিকে সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় কাউন্সিল মাঠে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহাদ্দেস হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ভারারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম, আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমা, মো. সোলায়মান হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম, ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান খান হাবিব, ঢাকা জেলা ছাত্রলীগের ছাত্র ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ তুষার আহমেদ শান্ত, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. বেলায়েত হোসেন পাঠান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম