সাঈদীর মৃত্যু নিয়ে সমবেদনা: ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৭:৪০ পিএম
পাইকগাছায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আজীবন দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়ে বিবৃতি দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন- চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাজমুল ফারাবী, লস্কর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রেজওয়ান হোসেন, হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ হোসেন রাফিন, গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক, মো. রাকিবুল ইসলাম, গদাইপুর ইউনিয়নের তকিয়া ৯নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সাকিব ঢালী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রলীগের নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং স্থায়ী বহিষ্কারের জন্য জেলা নেতাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।