
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পিএম
বাবা হত্যার বিচার চেয়ে কাঁদলেন দুই মেয়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৯:২৪ পিএম

আরও পড়ুন
স্বামী হত্যার বিচার দাবি করে কাঁদলেন ভেরোনিকা খালকো নামে ওরাঁও জনগোষ্ঠীর এক নারী। আর বাবা হত্যার বিচার দাবি করে কাঁদলেন তার দুই সন্তান। তাদের মানববন্ধনে কাঁদলেন সবাই।
বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর ক্যাথলিক গির্জা এলাকায় জাতীয় আদিবাসী পরিষদ ও সচেতন নাগরিক সমাজ আয়োজিত স্টিফান তির্কীর হত্যার বিচার এবং মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে স্বামী হত্যার বিচারের দাবিতে ভেরোনিকা খালকো ও তাদের দুই মেয়ে রজলীন ও দীপ্তি তির্কী অংশ নেন।
ভেরোনিকা খালকো বলেন, আমার মতো আর যেন কোনো নারীর এভাবে তার স্বামীকে হারাতে না হয়। তিনি খুনিদের কঠোর শাস্তির দাবি জানান।
স্টিফান তির্কীর দুই মেয়ে রজলীন ও দীপ্তি বলেন, আমাদের বাবাকে যারা হত্যা করেছে তাদের আমরা ফাঁসি চাই। এ কথা বলেই তারা মূর্ছা যান।
পরে সেখানে সদর থানার ওসি ফিরোজ কবির তাদের আশ্বস্ত করে বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
ওসি বলেন, আসামি জবানবন্দি দিয়েছে যে তারাই হত্যা করেছে। এ ঘটনায় হত্যাকারীর অবশ্যই বিচার হবে।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জেলা পরিষদপাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে স্টিফান তির্কী খুন হন। এ ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক তার দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন এ তথ্য নিশ্চিত করেন।
মানববন্ধন ও সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি জাকোব খালকোর সভাপতিত্বে বক্তব্য রাখেন- আদিবাসী পরিষদের উপদেষ্টা এটিএম সামসুজ্জোহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল তিগ্যা, সাংগঠনিক সম্পাদক জোসপিনা এক্কা, প্রচার সম্পাদক বেনেডিক কুজুর, ঢেনা মুরমু প্রমুখ।