Logo
Logo
×

সারাদেশ

কিশোর অপরাধ দমনে পুলিশি অভিযান, রাঙামাটিতে ২য় দিনে আটক ৩৩

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৭:৫৯ পিএম

কিশোর অপরাধ দমনে পুলিশি অভিযান, রাঙামাটিতে ২য় দিনে আটক ৩৩

রাঙামাটিতে কিশোর গ্যাং ঠেকানোসহ কিশোর অপরাধ দমনে পুলিশি অভিযানের দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন এলাকার আরও ৩৩ কিশোরকে আটকের পর মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওইসব কিশোরকে আটক করে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মোবাইল ক্যাসিনো, মাদক ব্যবহার, অযথা আড্ডা, ইভটিজিং, উচ্ছৃঙ্খলা, কিশোর গ্যাংসহ বখাটেপনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়।

একই অভিযোগে অভিযানের প্রথম দিন রোববার রাতে ৩৭ কিশোরকে আটকের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বাজে আড্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে যাতে রাঙামাটির শিশু-কিশোররা ভবিষ্যতে বিপথে যেতে না পারে- সেই লক্ষ্যে পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় রাঙামাটি শহরে কিশোর অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। রাত ৮টার পর প্রয়োজন ছাড়া কোনো কিশোরকে বাইরে রাস্তাঘাটে বেরুতে নিষেধ করে দেওয়া হয়েছে। অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক কিশোরদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। রাত ৮টার পর উঠতি বয়সের ছেলেমেয়েদের অহেতুক আড্ডায় দেখলে সঙ্গে সঙ্গে আটক করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম