হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণসহ তুষার নাগিন দাশ (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। সোমবার সকালে তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও বিমান বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী তুষার নাগিন দাশের কাছ থেকে ৪২০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং কাপড়ে পেস্ট করে লাগানো ৫০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, ওই ভারতীয় নাগরিকের চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। গোপন সূত্রের খবরে তার কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।
এদিকে একই দিন বিমানবন্দরের শৌচাগার থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা সূত্র।