Logo
Logo
×

সারাদেশ

ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষক আহত

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১০:৫২ পিএম

ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষক আহত

পাবনার সুজানগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানকালে জরাজীর্ণ স্কুল ভবনের ছাদ ধসে মোকাদ্দেস আলী নামে এক শিক্ষক আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১৯ নম্বর চলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিক্ষককে স্কুল কর্তৃপক্ষ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

জানা গেছে, উপজেলার ১৯ নম্বর চলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার সাড়ে ৯টার দিকে প্রথম শ্রেণির শ্রেণিকক্ষে যথারীতি পাঠদান চলছিল। হঠাৎ জরাজীর্ণ স্কুল ভবনের ছাদের পলেস্তারা শ্রেণিকক্ষে খসে পড়ে। এ সময় ওই শিক্ষকের, মাথা, ঘাড় ও বাহুতে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় বিদ্যালয়ে ছাদ ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা আহত ওই শিক্ষককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছাদের পলেস্তারা খসে শিক্ষক আহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত এ ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। বহু বছর ধরে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লেও সংস্কার হয়নি। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। নতুন স্কুল ভবন দরকার। আমরা শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কেই পাঠদান করছি।

এ ব্যাপারে সুজানগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার বলেন, প্রধান শিক্ষক তাকে বিষয়টি অবহিত করার পরপরই ওই বিদ্যালয়ে গিয়ে জরাজীর্ণ কক্ষে পাঠদান বন্ধ রাখতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম