৪র্থ ল’ অলম্পিয়াডে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১০:১৪ পিএম
![৪র্থ ল’ অলম্পিয়াডে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/08/20/image-708937-1692548069.jpg)
সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগাল স্টাডিজ (এসসিএলএস) আয়োজিত চতুর্থ ‘ল অলম্পিয়াডে’ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
‘সাংবিধনিক আইন’ বিষয়বস্তুর ওপর শনিবার হয়ে যাওয়া এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের আইন অনুষদ ভিত্তিক ছাত্রসংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগাল স্টাডিজ (এসসিএলএস) একমাত্র প্রতিষ্ঠান যা বাংলাদেশের আইন শিক্ষার্থীদের জন্য আইন অলিম্পিয়াডের আয়োজন করে।
এবারের আসরে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীরা পাঁচ রাউন্ডে বিভক্ত হয়ে প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ১৮ ও ১৯ আগস্ট দুই দিনব্যাপী ল’ অলম্পিয়াড অনুষ্ঠিত হয়।
সংগঠন সূত্র জানিয়েছে, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার ৪র্থ আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অলিম্পিয়াডরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিরা এ আসরে রানার্সআপ হয়।
সমাপনী দিনে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জেবিএম হাসান। বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভুঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন ড. আবদুল্লা আল ফারুক। সভাপতিত্ব করেন বিশ্বিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক এবং সোসাইটি ফর ক্রিটিক্যাল স্টাডিজের মডারেটর ড. রকিবা নবি।