Logo
Logo
×

সারাদেশ

‘খালেদা জিয়াকে মেডিকেল কিলিংয়ের চক্রান্ত চলছে’

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১১:২৪ পিএম

‘খালেদা জিয়াকে মেডিকেল কিলিংয়ের চক্রান্ত চলছে’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, খালেদা জিয়াকে মেডিকেল কিলিংয়ের আয়োজন করেছে ফ্যাসিস্ট সরকার। জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে যেভাবে মেডিকেল কিলিং করা হয়েছে, একই প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনকেও হত্যার চেষ্টা করা হচ্ছে। তবে নেতাকর্মীরা রাজপথে দাঁড়িয়ে এ অপচেষ্টার দাঁতভাঙ্গা জবাব দেবে।

শনিবার খুলনায় বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে এ অভিযোগ করেন তিনি। 

খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীতে গণমিছিল করে দলটি। 

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল আরও বলেন, একটি আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সুযোগ্য স্ত্রী জোবাইদা রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ রায়কে ছেড়া কাগজের মতো উড়িয়ে দেবে। এ সরকারের পতন সুনিশ্চিত।  শেখ হাসিনা আর একটি অবৈধ ইলেকশানের পাঁয়তারা করছে। সারা বিশ্ব তাদের বয়কট করেছে। 

আনন্দবাজার পত্রিকার সংবাদ পড়ে যারা আনন্দিত হচ্ছেন, তাদের উদ্দেশে শেরেবাংলা একে ফজলুল হকের উক্তি স্মরণ করিয়ে দিয়ে হেলাল বলেন, কম্বোডিয়া, শ্রীলংকা, আফগানিস্তানের শাসকরা পালিয়েছিল। কিন্ত বাংলাদেশ থেকে হাসিনাকে পালাতে দেওয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মো. তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, বেগম রেহানা ঈসা, এসএ রহমান বাবুল, অ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, আব্দুর রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশারফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম