দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল!
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৬:২২ এএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির ১১৬ বস্তা চাল ব্যবসায়ীর দোকান থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে এসব চাল জব্দ করা হয়।
জানা যায়, শুক্রবার উচাখিলা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে ২ হাজার ২শ সুবিধাভোগীর মাঝে ২ বস্তা করে চাল বিতরণ শুরু হয়। এদিকে খাদ্যবান্ধব চাল কালোবাজারে বিক্রি করে ব্যবসায়ীদের গোডাউনে মজুদ করে রাখা হয়েছে বলে প্রশাসনের কাছে অভিযোগ করেন এলাকাবাসী।
এমন অভিযোগের প্রেক্ষিতে ইউএনও উপজেলা খাদ্য বিভাগকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সাইদুল ইসলাম ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সহায়তায় উচাখিলা আলিনগর গ্রামের ধান চাল ব্যবসায়ী রাজিপুর ইউনিয়নের ভাটিচরনওপারা গ্রামের আনিছ ও উচাখিলা ইউপির রামপুর গ্রামের মানিকের দোকানের তালা ভেঙে ১০৫ বস্তা ও উচাখিলা বাজারের চাল ব্যবসায়ী মুস্তাকিমের দোকান থেকে ৮ বস্তা এবং ডিলার আব্দুল মালেকের দোকান থেকে ৩ বস্তা মোট ১১৬ বস্তা চাল উদ্ধার করেন।
এ সময় উপস্থিত ছিলেন উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, ইউপি সদস্য আশরাফ, উপ-খাদ্য পরির্দশক আনোয়ার হোসেন, মোবারক হোসেন, ঈশ্বরগঞ্জ থানার এসআই রুহুল কাইয়ুম।
এদিকে ব্যবসায়ী আনিছ ও মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। অপর ব্যবসায়ী মুস্তাকিম বলেন, আমার দোকান থেকে কার্ডধারী সুভিধাভোগীরা মোটা চালের বস্তা বিক্রি করে চিকন চালের বস্তা নিয়ে গেছেন।
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মালেকের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ইউএনও হাফিজা জেসমিন যুগান্তরকে জানান, বিষয়টি তদন্ত করে মামলা দায়ের করার জন্য খাদ্য কর্মকর্তাকে বলা হয়েছে।
চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।