Logo
Logo
×

সারাদেশ

কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ, একে একে মারা গেলেন ৬ জনই

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১২:৪৬ এএম

কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ, একে একে মারা গেলেন ৬ জনই

ঢাকার কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় বাবা, মা ও ছোট বোনের পর চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রোজা (৪) নামের শিশুটিও মারা গেছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় সেদিন ঘরের ভেতরে থাকা সবারই মৃত্যু হল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বিস্ফোরণে অগ্নিদগ্ধ অবস্থায় শিশুটি ভর্তির পর থেকেই আইসিইউতে চিকিৎসাধীন ছিল। তার শরীরের প্রায় ৫০ শতাংশের বেশি অগ্নিদগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে কেরানীগঞ্জে মডেল থানাধীন গদারবাগ এলাকায় কেমিক্যালের গোডাউনে বিস্ফোরণের পর অগ্নিদগ্ধের ঘটনায় মৃত রোজার মা মিনা বেগম (২২) তার ছোট বোন তাইয়েবা (২) চাচি জেসমিন আক্তার (৩৫) এবং অষ্টম শ্রেণিতে পড়ুয়া চাচাতো বোন ইশা (১৪) ঘটনাস্থলেই মারা যান। মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় রোজা ও তার বাবা সোহাগ মিয়াকে এলাকাবাসী উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুরেই সোহাগ মিয়ার মৃত্যু হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম