Logo
Logo
×

সারাদেশ

তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বিদায় নেন: বুলু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ১১:০৩ পিএম

তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বিদায় নেন: বুলু

ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনার পায়ের তলায় মাটি নেই। তাকে ক্ষমতা ছাড়তেই হবে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়া, তারেক রহমান ও জোবাইদা রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। মামলা দিয়ে শেষ রক্ষা হবে না। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বিদায় নেন, অন্যথায় পালানোর পথ পাবেন না।

শুক্রবার বিকালে নগরীর নূর আহমদ সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির গণমিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

দেশের জনগণ আজ জিম্মি অবস্থায় আছে উল্লেখ করে বুলু বলেন, মানুষ গায়েবানা জানাজা পড়তে পারে না। সামনে মনে হয় অনুমতি নিয়ে নামাজও পড়তে হবে। এরকম একটা জাহান্নামের দেশে আমরা বসবাস করতে চাই না।

তিনি বলেন, সারা দেশে আজ একটাই দাবি- শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে।

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

বক্তব্য রাখেন- নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, ভিপি হারুন অর রশিদ, বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ। 

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম