ফরিদপুরের বোয়ালমারীতে মোটরবাইক নিয়ে তা আর ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ফাতেমা বেগম বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ফাতেমা গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আ. গফফার মোল্লার স্ত্রী।
অভিযুক্তরা হলেন- বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক ও তার সহযোগী জিসান শেখ। তবে পুলিশ প্রান্তকে গ্রেফতার করতে না পারলেও বৃহস্পতিবার তার সহযোগী জিসান ও তামিম খান নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। তামিম দক্ষিণ কামারগ্রামের সিরাজ খানের ছেলে এবং জিসান একই গ্রামের মতিয়ার শেখের ছেলে। পুলিশ জিসানের বাড়ি থেকে মোটরবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
অভিযোগকারী ফাতেমা বলেন, প্রান্ত ও তার সহযোগী জিসান ৪ আগস্ট আধা ঘণ্টার কথা বলে আমার ছেলে মাসুদ রানার ইয়ামাহা আরএক্স (লাল রং) একটি মোটরবাইক নিয়ে যায়। ফেরত চাইলে তারা ৫ হাজার টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এদিকে প্রান্ত দেশের বাইরে থাকায় চেষ্টা করেও অভিযোগের ব্যাপারে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বাইক নিয়ে দুপক্ষ বিবাদে জড়িয়েছে জানতে পেরে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কোনো পক্ষেরই বাইকের কাগজপত্র নেই। বলেছি কাগজ দেখিয়ে বাইক নিয়ে যাবেন। এছাড়া এ ঘটনায় প্রান্ত জড়িত আছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।