বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের পিয়ন জাহাঙ্গীর হোসেনকে (৪৫) প্রকাশ্যে বুকে ছুরিকাঘাত করেছে ইসলাম হোসেন (২৫) নামে এক দুর্বৃত্ত। বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।
এ সময় তার আর্তচিৎকারে সহকর্মীরা এসে হামলাকারী ইসমাইল হোসেনকে আটক করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়। প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুপচাঁচিয়া উপজেলার পিয়ন জাহাঙ্গীর হোসেন সরদারপাড়া এলাকার মোবারক আলীর ছেলে। তার সঙ্গে একই এলাকার ইব্রাহীম আলীর ছেলে ইসমাইল হোসেনের পূর্ববিরোধ ছিল। এর জেরে ইসমাইল বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনে জাহাঙ্গীরের বুকে ছুরিকাঘাত করে। এ সময় জাহাঙ্গীরের সহকর্মীরা ইসমাইলকে আটক করেন।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হামলাকারী ইসমাইলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জাহাঙ্গীরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।