ভ্রমণের ৪ দিন পর ট্রেনের ভাড়া পরিশোধ করলেন যাত্রী!
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৩:০০ পিএম
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে আল আমীন (২৬) নামে এক রেলযাত্রী ভ্রমণের চার দিন পর এসে ভাড়া পরিশোধ করেন।
আল আমিন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভগবান গ্রামের এরশাদ হোসেনের ছেলে। তিনি টাঙ্গাইলের কালিহাতীতে একটি কোম্পানি কর্মরত।
আল আমীন জানান, তিনি গত ১২ আগস্ট নওগাঁ জেলার আক্কেলপুর রেলস্টেশনে দৌড়ে এসে ঢাকাগামী ট্রেনে উঠেন। পরে ট্রেন ছেড়ে দেয় এবং তিনি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে নামেন। সেদিন তিনি টিকিট কাটার সময় পাননি। পরে দায়িত্ববোধ থেকেই তিনি বুধবার বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে এসে বকেয়া ভাড়ার টাকা পরিশোধ করে টিকিট সংগ্রহ করেন।
দায়িত্বরত রেজাউল করিম, আমার চাকরিজীবনে এই প্রথম দেখলাম বিনা টিকিটে ট্রেনে এসে চার দিন পর ভাড়ার টাকা পরিশোধ করার নজির।