ফাইল ছবি
সখীপুর উপজেলায় চারটি করাতকল উচ্ছেদ করেছে টাঙ্গাইল বন বিভাগ। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।
অবৈধ করাতকল মালিকরা হলেন- বাঁশতৈল রেঞ্জের নলুয়া বিটের বহুরিয়া বাজারের সানোয়ার হোসেন, বহুরিয়া গ্রামের কানু মার্কেট এলাকার আবদুর রউফ, মনোয়ার হোসেন ও কামাল আহমেদ।
টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু সালেহ, বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান, হতেয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল আহাদ, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আমিনুর রহমান, নলুয়া বিট কর্মকর্তা একেএম সাফেরুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ বলেন, জব্দ হওয়া করাতকলের যন্ত্রাংশ এনে উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়েছে। অবশিষ্ট কলগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।