Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১১:১১ পিএম

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীর মধুমিতা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় রেললাইন পার হতে যান ওই যুবক। 

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে ছিল কালো প্যান্ট ও শার্ট। দুর্ঘটনায় ওই যুবকের মাথা ও দেহের কিছু অংশ থেঁতলে যায়। রাত ৮টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম