গাছের ডালে ঝুলছিল বিদ্যুৎস্পৃষ্ট অটোরিকশা চালকের মরদেহ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১১:০৯ পিএম
চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ির গাছের ডাল কাটছিলেন মো. সেলিম নামে এক অটোরিকশাচালক। এমন সময় বৈদ্যুতিক তারে গাছের ডাল পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঞ্চালন লাইন বন্ধ না করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই দীর্ঘক্ষণ ঝুলছিল তার মরদেহ।
সোমবার দুপুরে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। সেলিম ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ বলেন, দুপুর ২টার দিকে বাড়ির গাছের ডাল কাটতে গিয়ে সেলিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রত্যক্ষদর্শীরা পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলেও কেউ ফোন ধরেনি। পরে খবর পেয়ে জনপ্রতিনিধিদের জানালে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পল্লী বিদ্যুৎ ও পুলিশকে খবর দেই। পল্লী বিদ্যুৎ অফিস থেকে লাইন বন্ধ করলে রশি দিয়ে তার লাশ নিচে নামিয়ে আনা হয়। তিন সন্তান ও পরিবারের অসহায়ত্বের কথা জানিয়ে তিনি প্রশাসনকে ওই অটোরিকশাচালকের পাশে দাঁড়ানোর আহবান জানান।