Logo
Logo
×

সারাদেশ

নগরকান্দায় চাচা ভাতিজা হত্যার রায় ২০ আগস্ট

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১১:০১ পিএম

নগরকান্দায় চাচা ভাতিজা হত্যার রায় ২০ আগস্ট

ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইল গ্রামে ২০১৯ সালের ১০ আগস্ট মাদ্রাসা মাঠে রওশন আলী ও তার ভাতিজা মিরাজুল ইসলাম তুহিনকে গুলি করে হত্যা করা হয়। 

এ ঘটনায় করা হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষে রোববার রায়ের জন্য দিন ধার্য ছিল। 

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন রায় ঘোষণার জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ রায় ঘোষণা করবেন। রায়ে ১৬ আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। আর আসামিপক্ষ বলছে, এ মামলায় অভিযোগ প্রমাণিত হয়নি, আসামিরা খালাস পাবেন।

এ মামলার ১৬ জন চার্জশিটভুক্ত আসামি। তারা হলেন আউয়াল মোল্লা, হানিফ ওরফে হৃদয়, এনামুল হাসান মিয়া, রেজাউল মাতুব্বর, কাইয়ুম মিয়া, রিকুল ইসলাম ওরফে রবিন শিকদার, দুলাল মিয়া, হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়া, পাঁচু মিয়া, পারভেজ মিয়া, আসাদুজ্জামান সিকদার, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, তুহিন মিয়া, শহিদুল ইসলাম ওরফে শহীদ মিয়া, কেএম রাজু আহমদ ওরফে কোরবান মিয়া ও রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম