Logo
Logo
×

সারাদেশ

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্ত পিন্টু

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০৪:৩৬ পিএম

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্ত পিন্টু

পিন্টুকে একনজর দেখার জন্য মানুষের ভিড়। ছবি: যুগান্তর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিতে সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু নিজ এলাকা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেঁচায় আসছেন। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (২) তিনি বন্দি অবস্থায় রয়েছেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি। 

পিন্টুর আগমন উপলক্ষ্যে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী তাকে দেখার জন্য তার বাড়িতে ভিড় করছেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পিন্টুর মা মোছা. সালমা খাতুন (৯৫) রাজধানীর বাড্ডা এলাকায় এএনজেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান। আজ নিজ বাড়িতে জানাজা শেষে তার দাফন হবে। উল্লেখ্য, আব্দুস সালাম পিন্টুর ছোটভাই যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম