Logo
Logo
×

সারাদেশ

শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়: সুজিত

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১১:০১ পিএম

শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়: সুজিত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘বঙ্গবন্ধু শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন।  শিক্ষা ছাড়া জাতির উন্নতি যে সম্ভব নয়, তা অনুধাবন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তিনি একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন।’

শনিবার সকালে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী আরও বলেন, ‘ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্নের মৃত্যু ঘটাতে পারেনি। উন্নয়নের স্বপ্নসারথি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ কর্মের মাধ্যমে প্রতিফলিত করে তার স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া। 

স্বাগত বক্তব্য রাখেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম