Logo
Logo
×

সারাদেশ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৌর কর্মকর্তার মৃত্যু

Icon

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১১:০৯ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৌর কর্মকর্তার মৃত্যু

ফাইল ছবি

সোনাগাজীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৪৫) নামে এক পৌর কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিজানুর রহমান উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবির ডাক্তার বাড়ির ডা. কবির আহমদের ছেলে। মিজানুর রহমান সোনাগাজী পৌরসভার হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।

সোনাগাজী পৌরসভার কর্মকর্তা সেলিম জানান, দুই-তিন দিন আগে মিজানুর রহমানের ডেঙ্গু জ্বরের পুরোপুরি লক্ষ্মণ ছিল; কিন্তু পরীক্ষায় ডেঙ্গুর কোনো আলামত পাওয়া যায়নি। তার শরীরে রক্তের প্লাটিনাম হঠাৎ করে কমে গিয়ে তার কিডনিতেও সমস্যা দেখা দেয়। পরে তাকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম