Logo
Logo
×

সারাদেশ

মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, ৮ মরদেহ উদ্ধার

Icon

লৌহজং ও টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১২:১৯ এএম

মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, ৮ মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান ও লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েস আহম্মেদ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডহরী-তালতলা খালের খিদির পাড়া ইউনিয়নের রসকাঠি এলাকার গুদারাঘাটে কাছে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রশাসনের লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে। 

স্থানীয়দের বরাত দিয়ে কায়েস আহম্মেদ আরও বলেন, শনিবার দুপুরে সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের নারী-শিশুসহ ৪৬ জন ব্যক্তি ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে যান। সন্ধ্যায় পিকনিক শেষে ট্রলারটি উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতাব্দির দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে লৌহজংয়ের রসকাঠি এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও ১২ জন নিখোঁজ হন। এর মধ্যে আট জনের লাশ উদ্ধার হয়েছে। বাকি চার জন নিখোঁজ রয়েছেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিহতরা হলেন, সাজিবুল, সাকিবুল, রাফিবুল, এপি, হুমাইরা, মাকসুদা, পপি ও সাবিয়ন।  

এ  বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ রাজিব খান জানান, ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম