Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে কারখানার আগুনে দগ্ধ ৪

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০১:২৬ এএম

টঙ্গীতে কারখানার আগুনে দগ্ধ ৪

টঙ্গীতে কারখানার আগুনে দগ্ধ ৪

গাজীপুরের টঙ্গীতে একটি ওয়াশিং কারখানায় চারজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার এন্ডিগো ওয়াশিং কারখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাজু (৩০), দুলাল (২৮), রমজান (২৭), মামুন (২৬)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রাজু ও দুলালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছেন চিকিৎসক। আহতরা সকলেই ওই ওয়াশিং কারখানায় কাজ করতেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে কারখানাটিতে কয়েকশ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ কারখানাটির ড্রায়ার (কাপড় শুকানোর যন্ত্র) থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় ড্রায়ার চালু করতে গেলে আগুন ধরে যায়। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কারখানাটির শ্রমিকরা জানান, রাত ১০টার দিকে কারখানাটিতে ছুটি দেওয়া হতো। হঠাৎ কারখানার কিছু ধোয়া কাপড় শুকাতে ড্রায়ার মেশিন চালু করতে যায় রাজু ও দুলাল। এ সময় বিকট শব্দে আগুন ধরে যায়। তবে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

কারখানাটির ডেপুটি জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন তনয় বলেন, এটি একটি দুর্ঘটনা। দুইজনকে চিকিৎসা শেষে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা ইকবাল হাসান বলেন, আমরা কোনো বিস্ফোরণের খবর পাইনি।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠিয়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম