ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে কথাকাটাকাটি, কৃষককে কুপিয়ে হত্যা
কুমিল্লা ব্যুারো ও মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১০:৩৮ পিএম
কুমিল্লার মুরাদনগরে ছাগলের কাঁঠাল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিল্লাল সরকার নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক বিল্লাল সরকার এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।
জানা গেছে, এলখাল গ্রামের বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পার্শ্ববর্তী বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দুটি ছাগল।
এ নিয়ে বিল্লালের বড় ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দুটিকে বাড়িতে এনে বেঁধে রাখেন। বিষয়টি জানতে পেরে বিকালে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগল দুটি নিতে এসে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে।
একপর্যায়ে কালন মিস্ত্রি তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্য সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়িতে এসে হামলা চালায়। হামলার একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর জখম হন বিল্লাল সরকার।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঙ্গরা বাজার থানার ওসি বলেন, ‘খবর পেয়ে আমি এবং মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’