ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ভর্তি ১৫৪
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৬:২৪ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিব নামে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
হাবিবের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। তিনি ঢাকার মহাখালীতে বসবাস করতেন।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. ফরহাদ হোসেন হীরা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে গত জুলাই মাসে ৪ জন এবং এ মাসের শুরুতেই একজনসহ মোট ৫ জন রোগী মারা গেছেন এ হাসপাতালে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৩০ জন রোগী, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন রোগী। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও তিনি জানান।
এদিকে ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের ওয়ার্ডে শয্যা সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝে ও বারান্দায় ঠাঁই নিচ্ছেন রোগীরা।