Logo
Logo
×

সারাদেশ

বস্তাবন্দি জীবিত তরুণ উদ্ধার, হাসপাতালে মৃত্যু

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১১:১০ পিএম

বস্তাবন্দি জীবিত তরুণ উদ্ধার, হাসপাতালে মৃত্যু

ঢাকার ধামরাইয়ে রাস্তার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় রবিউল ইসলাম নামে এক তরুণকে জীবিত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য সবধরনের চিকিৎসাসেবা প্রদান করেও ব্যর্থ হন। অবশেষে ওই তরুণ চলে যান না ফেরার দেশে। তিনি আশুলিয়া থানার নিচিন্তপুর এলাকার মো. আলতসফ হোসেনের ছেলে।

সোমবার দুপুরে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া বাজার এলাকায় রাস্তার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় ওই তরুণকে উদ্ধার করেন পথচারীরা। তার নাম মোহাম্মদ  রবিউল ইসলাম (৩০)। 

তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। 

ধামরাই থানা পুলিশের হেফাজতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে পরবর্তী পর্যায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে ধামরাই থানার পুলিশ সূত্র।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল চন্দ্র দাস বলেন, এ ব্যাপারে তদন্তসাপেক্ষে যথাযথ আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম