সাতক্ষীরার অপহৃত স্কুলছাত্রী টঙ্গী থেকে উদ্ধার
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৬:৫৮ পিএম
সাতক্ষীরার আশাশুনি থেকে অপহরণের শিকার স্কুলছাত্রীকে (১৫) টঙ্গীর দাড়াইল এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। এ ঘটনায় অপহরণকারী জীবন সরদারকে (৩০) গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে।
গ্রেফতার জীবন সরদার খুলনা জেলার পাইকগাছা থানার মৌখালি গ্রামের কামরুল সরদারের ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও হত্যা প্রচেষ্টাসহ ১১টি মামলা রয়েছে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা জানান, সাতক্ষীরার আশাশুনি এলাকার খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে জীবন সরদার বিয়ের প্রলোভনসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এরই জের ধরে গত ২২ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায় জীবন। এ ঘটনায় ওই দিনই আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে আশাশুনি থানা পুলিশ র্যাব-১ এর নিকট ভিকটিমকে উদ্ধারের জন্য সহায়তা চাইলে র্যাব কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অপহরণকারী টঙ্গী দাড়াইল এলাকায় অবস্থান করছে। পরে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে টঙ্গীর দাড়াইল এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন। এ সময় অপহরণকারীর হেফাজত থেকে দুইটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।