গাজীপুরে হেরোইন উদ্ধারের ঘটনায় একজনের যাবজ্জীবন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১০:৩৬ পিএম
গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রোববার গাজীপুর জেলা ও দায়রা জজ মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. জাকির হোসেন। তিনি গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর লক্ষ্মীপুরা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
গাজীপুর জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি মো. মকবুল হোসেন জানান, ২০২১ সালের ২২ এপ্রিল র্যাবের টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকার জনৈক জাকির হোসেনের বাড়িতে গোপনে মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করছে। পরে র্যাব ওই দিন বিকালে ওই এলাকা থেকে আসামি মো. জাকির হোসেনকে আটক করে। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতর হতে ৮টি পলিথিনের জিপারে মোট ৮০০ গ্রাম হেরোইনসদৃশ মাদকদ্রব্য উদ্ধার করে।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই ইমতিয়াজুর রহমান গত বছর ২৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জামা দেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত মামলার একমাত্র আসামি মো. জাকির হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ভারপ্রাপ্ত পিপি মো. মকবুল হোসেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এটিএম মোস্তফা।