Logo
Logo
×

সারাদেশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদককারবারি অর্ধলাখ ইয়াবাসহ গ্রেফতার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১০:০৮ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদককারবারি অর্ধলাখ ইয়াবাসহ গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মাদক কারবারিকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৬টার দিকে উখিয়ার রত্নাপালং চাকবৈঠা করইবনিয়ায় তার নিজ বসতঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গ্রেফতারকৃত নুরুল আমিন ভুট্টো (২৪) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা করইবনিয়া গ্রামের মৃত আলী আহমদের ছেলে। 

থানা সূত্র জানায়, গোপন সংবাদে খবর আসে এক মাদক কারবারি ইয়াবা পাচারের উদ্দেশ্য রোববার সকাল ৬টার দিকে উখিয়ার রত্নাপালং চাকবৈঠা করইবনিয়া তার নিজ বসতঘরের সামনে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে থানার কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী আরও বলেন, নুরুল আমিন ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদককারবারি। চার মাস পূর্বে জেলহাজত থেকে বেরিয়ে পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করেন তিনি। নুরুল আমিন ভুট্টোর নামে ছয়টি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম