Logo
Logo
×

সারাদেশ

গরু চড়াতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৭:২৭ পিএম

গরু চড়াতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে গরু চড়াতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে মালেকা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের দুর্গম টুনুর চরে এ ঘটনা ঘটে। 

মালেকা ওই এলাকার হরকার বাড়ির আলাউদ্দিন হরকারের স্ত্রী। বাড়িতে কেউ না থাকায় পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন ও তাজিয়া বেগম জানায়, শনিবার সকালে মালেকা দুর্গম চরে গরু চড়াতে যান। তখন তার ডান পায়ে একটি সাপ কামড় দেয়। বাড়িতে ফিরে তিনি পরিবারের অন্যান্যদেরকে ঘটনাটি জানিয়েছেন। সাপের কামড়ের স্থান থেকে রক্ত বের হচ্ছিল। এতে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, সাপে কাটা রোগীকে হাসপাতাল মৃত অবস্থায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে পথেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে চলে গেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম