ফুচকা খেতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১২:০২ পিএম
![ফুচকা খেতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/27/image-700684-1690437727.jpg)
আটক যুবক
মুন্সীগঞ্জ সিরাজদিখানে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ফরহাদ শেখকে (২৩) আটক করেছে পুলিশ।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফরহাদ শেখ উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ এলাকার স্বপন শেখের (মনা) ছেলে।
ছাত্রীর পরিবার ও স্থানীয়রা জানায়, ফরহাদ শেখ বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্যক্ত করত। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় ওই ছাত্রী চটপটির দোকানে ফুচকা খেতে গেলে পথিমধ্যে ফরহাদ পিছু নেয়। ফুচকার দোকান থেকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে পাশের বালুর মাঠে রাতে অন্ধকারে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় মেয়েটির চিৎকারে ধর্ষক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে ধরে ফেলে পুলিশে খবর দেয়।
ছাত্রীর মা বলেন, ঘটনার দিন আমার মেয়ে দোকানে ফুচকা নিতে আসলে আমার মেয়ের মুখ চেপে ধরে বালুর মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, খবর পেয়ে ধর্ষণের বিষয়ে অভিযোগে ফরহাদ শেখকে আটক করা হয়েছে।