Logo
Logo
×

সারাদেশ

স্কুলশিক্ষককে কোপানোর প্রধান আসামি গ্রেফতার

Icon

পূবাইল ও পূর্বাচল প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১০:৪৫ পিএম

স্কুলশিক্ষককে কোপানোর প্রধান আসামি গ্রেফতার

গাজীপুর মহানগরের পূবাইল থানার ৪২নং ওয়ার্ডের হারবাইদ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে স্কুলশিক্ষক আমিনুল ইসলাম বুলবুলকে কুপিয়ে জখম করার প্রধান আসামি সুমন সরকারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার পূবাইল থানায় স্কুলশিক্ষকের ছোট ভাই মইনুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করলে ওই দিনই প্রধান আসামি সুমন ও রতন সরকারকে গ্রেফতার করে পুলিশ। 

গুরুতর জখম আমিনুল ইসলাম বুলবুল (৫৫) স্থানীয় বিন্দান উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে মামলা চলমান থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখল নিতে প্রতিপক্ষ সুমন সরকারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে বেড়া ও সীমানা খুঁটি দিয়ে জমি দখলে নিতে থাকে। আমিনুলের ছোট ভাই মইনুল ইসলাম নাঈম বাধা দিলে তাকেসহ তার পরিবারের লোকজনকে মারধর করে ঘরে বন্দি করে রাখে।

প্রতিবেশী আলম ও ইউসুফ বাধা দিলে তাদেরও নৃশংসভাবে মারধর করে দখলবাজরা। আমিনুল মাস্টারকে ফোনে বিষয়টি জানালে সে আসার সঙ্গে সঙ্গে তাকে অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত স্কুলশিক্ষক আমিনুল ইসলাম ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। 

এ বিষয়ে প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম যুগান্তরকে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম