Logo
Logo
×

সারাদেশ

ছদ্মবেশে এক যুগ, যাবজ্জীবনের আসামি গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৬:২৩ পিএম

ছদ্মবেশে এক যুগ, যাবজ্জীবনের আসামি গ্রেফতার

একযুগ ছদ্মবেশে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ডাকাত সর্দার মো. ইস্রাফিল (৪০)। সোমবার বিকালে ঢাকার আশুলিয়া এলাকার কবিরপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪ মানিকগঞ্জের একটি দল।

র‌্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. কর্নেল মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি ইস্রাফিল (৪০) আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। ২০০৮ সালে ঝালকাঠি জেলার রাজাপুর থানার নিজ গালুয়া গ্রামের হাজী মনসুর আলীর বাড়িতে ডাকাতি করতে গেলে জনতার হাতে ধরা পড়ে। পরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় হাজী মনসুর আলী বাদী হয়ে রাজাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এ মামলায় টানা দুই বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। ওই মামলায় সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ায় গ্রেফতার এড়ানোর লক্ষ্যে লোকচক্ষুর আড়ালে নিজেকে আত্মগোপন করে এলাকা থেকে পালিয়ে ঢাকায় চলে যায়। নানান ছদ্মবেশে দীর্ঘদিন যাবত ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় বিভিন্ন গার্মেন্টসে চাকরি করে জীবনযাপন করতেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ডাকাত সর্দার ইস্রাফিলসহ তার সহযোগীদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ২৯ মে ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম