Logo
Logo
×

সারাদেশ

ছোট ভাইকে মাদ্রাসায় ভর্তি করতে এনেছিলেন বড় ভাই, তাদের পিষে মারল বাস

Icon

ফরিদপুর ব্যুরো ও ভাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১০:৫৬ পিএম

ছোট ভাইকে মাদ্রাসায় ভর্তি করতে এনেছিলেন বড় ভাই, তাদের পিষে মারল বাস

মাদ্রাসায় ভর্তি করাতে ছোট ভাইকে নিয়ে মেহেরপুর থেকে ফরিদপুরের ভাঙ্গায় এসেছিলেন বড় ভাই। বিকালে তারা বগাইল টোলপ্লাজার সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় ইলিশ পরিবহণের একটি বাস তাদের পিষে মারে।

সোমবার বিকাল ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা সংলগ্ন হাসামদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন- মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর এলাকার আদম আলীর বড় ছেলে মাহফুজুর রহমান (৩০) ও ছোট ছেলে হামিম রহমান (১৬)। গুরুতর আহত হয়েছেন শিপন (৩৪)। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী এলাকার কালুয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকাগামী ইলিশ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পথচারীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বড় ভাই মাহফুজুর রহমান মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাই হামিম রহমানও মারা যান। আহত শিপনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার এসআই মো. জুয়েল জানান, বড় ভাই মাহফুজুর রহমান তার ছোট ভাই হামিমকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য ভাঙ্গায় এসেছিলেন। বিকাল ৩টার দিকে তারা বগাইল টোলপ্লাজার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইলিশ পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে বড় ভাই ও হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাই মারা যান। এ ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম