Logo
Logo
×

সারাদেশ

চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোর হকারের মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১০:২৯ পিএম

চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোর হকারের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে পড়ে আল আমিন (১২) নামে এক কিশোর হকারের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, সৎমায়ের অত্যাচার থেকে বাঁচতে সে ট্রেনের হকার হয়েছিল। লাশ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হকার আল আমিন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা মাঝগ্রামের বাসিন্দা। বাড়িতে সৎমায়ের নির্যাতন থেকে বাঁচতে ওই কিশোর ট্রেনে ফেরি করে যাত্রীদের ডেকে ডেকে চকলেট, চিপস ও অন্যান্য জিনিস বিক্রি করে আসছিল। রাতে যেখানে সুযোগ পায় সেখানেই ঘুমাত।

আল আমিন সোমবার সকালে কুড়িগ্রাম ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট বা আক্কেলপুর স্টেশন থেকে উঠে। বেলা ১১টার দিকে ট্রেনটি বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলস্টেশন এলাকায় পৌঁছে। এ সময় সে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সেখানে বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, সম্ভবত ওই কিশোর হকারের নাম আল আমিন। ওর বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা মাঝগ্রামে। বাবার নাম পাওয়া যায়নি। এ ব্যাপারে নিশ্চিত হতে সোমবার বিকালে সাদুল্যাপুর থানায় মেসেজ পাঠানো হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম