লরির পেছনে দ্রুতগতির অটোরিকশার ধাক্কা, নিহত ২
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৭:২৬ পিএম
ফেনীর পরশুরাম সড়কে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা। এতে অটোরিকশায় থাকা দুজন নিহত হয়েছেন। রোববার মধ্য রাতে ফেনী-পরশুরাম সড়কের পুরাতন মুন্সিরহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলগাজী উপজেলার পূর্বঘনিয়া মোড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০) এবং পরশুরামের মালিপাথর এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুর রহিম (৪০)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাতে ইঞ্জিনের সমস্যা হওয়ায় একটি লরি ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর মুন্সিরহাট বাজার সংলগ্ন স্থানে দাঁড় করানো হয়। ফেনী থেকে ছেড়ে যাওয়া এক দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে ওই লরিতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাতে থাকা যাত্রীরা আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা অটোরিকশা চালকসহ তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার ওসি আবুল হাসিম বলেন, নিহত দুই যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।