Logo
Logo
×

সারাদেশ

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় বর, অতঃপর…

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০১:৫৩ এএম

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় বর, অতঃপর…

কিশোরগঞ্জের হোসেনপুরে হেলিকপ্টারে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় অবতরণ করে চাঞ্চল্যের সৃষ্টি করল বরসহ একটি হেলিকপ্টার। হোসেনপুর পৌর এলাকার ৩৪নং ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে ঠিকানা হারিয়ে বরযাত্রীবাহী হেলিকপ্টারটি অবতরণ করে।

বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে বিভিন্ন বয়সের হাজারো কৌতূহলী নারী-পুরুষ হেলিকপ্টারটি দেখতে ছুটে আসে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চর কাটিহারি গ্রামে বিয়ে করতে আসেন। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি পার্শ্ববর্তী ধূলজুরী গ্রামের পতিত জমিতে অবতরণ করে। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করে আসল ঠিকানা খুঁজে নেয়। হেলিকপ্টারটিতে বরসহ ৪ জন যাত্রী ছিল। কিছু সময় অবস্থানের পরে সঠিক ঠিকানায় উড়াল দেয় হেলিকপ্টারটি।

ধূলজূরী গ্রামের প্রত্যক্ষদর্শী কলেজ শিক্ষার্থী নাজমুল হাসান জানান, হেলিকপ্টারটি ভুল করে এখানে এসে পড়ে। প্রথমে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং ভয় পেয়ে যাই। শেষ পর্যন্ত দেখতে পেলাম এটার ভেতর বরযাত্রী রয়েছে।

হোসেনপুর পৌরসভার মেয়র আবদুল কাইয়ুম খোকন হেলিকপ্টার অবতরণের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম