শ্রীপুরে সাফারি পার্কে মুখপোড়া হনুমান হস্তান্তর
গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১১:০১ পিএম
কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে উদ্ধার করা একটি মুখপোড়া হনুমান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মুখপোড়া হনুমানটি হস্তান্তর করা হয়েছে। এর আগে দুপুর ১২টার দিকে ইটনা উপজেলার চন্দ্রপুর গ্রাম থেকে মুখপোড়া হনুমানটি উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী পরিদর্শক সিগার সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েক দিন ধরে মুখপোড়া হনুমানটি কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা উপজেলায় ঘোরাঘুরি ও উৎপাত করে আসছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তারকে অবহিত করেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বন্যপ্রাণী পরিদর্শক সিগার সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি দল দুই দিনের প্রচেষ্টায় মুখপোড়া হনুমানটি সুস্থভাবে উদ্ধার করেন। বন সংরক্ষণ ও বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের নির্দেশে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মুখপোড়া হনুমানটি হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মুখপোড়া হনুমানটি করিমগঞ্জ ও ইটনা উপজেলায় বিচরণকালে কুকুরকে মারধর ও ফলফলাদির ক্ষয়ক্ষতি করছে। তাতে করে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম যুগান্তরকে জানান, মুখপোড়া হনুমানটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করার পর সেটিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।