Logo
Logo
×

সারাদেশ

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি খালেকের মৃত্যু

Icon

খুলনা ব্যুরো ও সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি খালেকের মৃত্যু

সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি, সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা আব্দুল খালেক মণ্ডল গত ৭ জুলাই সাতক্ষীরা কারাগারে স্ট্রোক করলে কারা কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল, পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সর্বশেষ খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রিজন বেডে ভর্তি করে।

মাওলানা আব্দুল খালেকের বড় জামাই বর্তমান কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল গফফার জানান, ২০১৫ সালে তার শ্বশুর গ্রেফতার হন। পরবর্তীতে ২০১৮ সালের ৫ মার্চ তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ২০২২ সালের ২৪ মার্চ বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। গ্রেফতারের পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি জেলখানাতেই ছিলেন।

মাওলানা আবদুল খালেক মণ্ডল জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মাওলানা আবদুল খালেক মণ্ডল সাতক্ষীরা আগরদাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম