Logo
Logo
×

সারাদেশ

সাড়ে ৩ বছরের শিশুসন্তান হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১১:০৩ পিএম

সাড়ে ৩ বছরের শিশুসন্তান হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন

জয়পুরহাটের ক্ষেতলালে সতিনের সাড়ে তিন বছরের ছেলেসন্তানকে হত্যার মামলায় সৎমা ফিরোজা আকতার রিভাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়। 

সোমবার বিকালে জয়পুরহাটের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফিরোজা আকতার রিভা ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমান পাইলটের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিন আকতারের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান ছিল। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এমন অবস্থায় ফিরোজাকে গোপনে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে আনেন মাহফুজ। এরপর সতিনকে সহ্য করতে না পেরে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে সাড়ে তিন বছরের সৎ শিশুসন্তান আব্দুর রহমান শাফিকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান ফিরোজা। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় শিশুটির আপন মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার এ রায় দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম