Logo
Logo
×

সারাদেশ

খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির দুই গ্রুপের ‘হাতাহাতি’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১০:২৩ পিএম

খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির দুই গ্রুপের ‘হাতাহাতি’

খুলনায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরুর আগেই দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। সোমবার দুপুর দেড়টায় মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু গ্রুপের ওই হাতাহাতি হয়।

সোমবার দুপুর ২টায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’  শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। 

এদিকে সমাবেশে হাতাহাতির ঘটনায় দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা মঞ্জু তার অনুসারীদের নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ মঞ্চের সামনে অবস্থান নেন। এ সময় মঞ্চ থেকে গান ও কবিতা পরিবেশন করা হচ্ছিল। দুপুর দেড়টা পর্যন্ত তারা সেখানেই ছিলেন। মঞ্জুর অনুসারী বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে এসেছিলেন হলুদ গেঞ্জি ও হলুদ ক্যাপ পরে।

দুপুর দেড়টার দিকে সমাবেশ মঞ্চ থেকে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী মঞ্চের সামনের জায়গা থেকে হলুদ গেঞ্জি পরা কর্মীদের পেছনে চলে যাওয়ার জন্য ঘোষণা দেন। এছাড়া লাল ও সবুজ ক্যাপ পরা তাদের অনুসারী নেতাকর্মীদের মঞ্চের সামনের জায়গায় চলে আসার নির্দেশনা দেন।

ওই সময় বিএনপির বর্তমান কমিটির অনুসারীরা মঞ্চের সামনের দিকে চলে আসে। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও হাতাহাতি হয়। এতে চার থেকে পাঁচজন নেতাকর্মী আহত হন। একপর্যায়ে বিএনপি নেতা মঞ্জু তার অনুসারীদের নিয়ে পেছনের দিকে সরে যেতে বাধ্য হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম