Logo
Logo
×

সারাদেশ

কোনা জালে ধরা পড়ল ৮ ফুট লম্বা কুমির

Icon

বরিশাল ব্যুরো ও মুলাদী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৫:৪৯ পিএম

কোনা জালে ধরা পড়ল ৮ ফুট লম্বা কুমির

বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ ফুট লম্বা কুমির। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব ঘোষেরচর ভুঁইয়াবাড়ি লঞ্চঘাট এলাকায় জয়ন্তী নদীতে কোনা জালে কুমিরটি ধরা পড়ে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান এবং স্থানীয় জেলেরা বিষয়টি নিশ্চিত করেছেন। 

পূর্ব ঘোষেরচর গ্রামের জেলে মো. আবদুর রহমান জানান, সোমবার সকালে ওই গ্রামের মোতাহার তালুকদারের ছেলে জাবুল তালুকদার ইলিশ ধরার জন্য ভূঁইয়া বাড়ি লঞ্চঘাট এলাকায় কোনা জাল ফেলেন। বেলা ১১টার দিকে জেলেরা জাল টানা শুরু করেন। টানার শেষপর্যায়ে জালের মধ্যে প্রায় ৮ ফুট লম্বা বিরল প্রজাতির কুমির ওঠে। কুমিরটি সংরক্ষণের জন্য প্রশাসনকে সংবাদ দেওয়া হয়।

নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, ইলিশের জালে একটি কুমির ধরা পড়েছে। নদীতে আরও কুমির থাকতে পারে। তাই নদীতে গোসল এবং মাছ ধরার সময় জেলে ও সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, কুমিরটি নেওয়ার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সংবাদ দেওয়া হয়েছে। তাদের সংগ্রাহক দলটি কুমিল্লায় আছে। দলটি এলে কুমিরটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, কুমির উদ্ধারের বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে জানিয়েছি। তাদের একটি দল ঢাকা থেকে রওনা দিয়েছেন। বরিশাল পৌঁছে কুমিরটি সংরক্ষণের ব্যবস্থা করবে অধিদপ্তরটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম