ডেঙ্গু টেস্টে বাড়তি টাকা আদায়, চট্টগ্রামে ল্যাব বন্ধ করল সিভিল সার্জন অফিস
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৯:২৭ পিএম
ডেঙ্গু পরীক্ষার ফি সরকার নির্ধারিত ফির চেয়ে বাড়তি আদায়ের অভিযোগে চট্টগ্রামে একটি বেসরকারি ল্যাবের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। রোববার নগরীর কালামিয়া বাজার এলাকার ‘কে বি হেলথ কেয়ার’ নামের ওই প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে কার্যক্রম বন্ধ করে দেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী।
তিনি যুগান্তরকে বলেন, কে বি হেলথ কেয়ার নামের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবে ডেঙ্গু টেস্ট (এনএস-ওয়ান এবং আইসিটি ফর ডেঙ্গু) ফি প্রতিটি তিনশ টাকায় নির্ধারণ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু নির্দেশনা অমান্য করে ল্যাবটি রোগীদের কাছ থেকে আদায় করছিল এক হাজার পাঁচশ টাকা। সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায়ের সুযোগ নেই। এ কারণে ল্যাবটি বন্ধ করে দেওয়া হয়েছে।