Logo
Logo
×

সারাদেশ

‘নুরুল ইসলামের মেধা ছিল বাস্তবায়নভিত্তিক’

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৭:২৪ পিএম

‘নুরুল ইসলামের মেধা ছিল বাস্তবায়নভিত্তিক’

‘বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম ছিলেন কর্মবীর, তার মেধা ছিল বাস্তবায়নভিত্তিক। মহান মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীন হওয়ার পেছনে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তার অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় যমুনা গ্রুপের মাধ্যমে লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, তিনি সমাজের দর্পণ হিসেবে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।’

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির বাচ্চু ছৈয়াল।

শনিবার সকাল ১০টার দিকে ডামুড্যা প্রেস ক্লাবের সভাকক্ষে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, অফিসার ইনচার্জ ওসি শেখ শরীফুল আলম, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের প্রভাষক আশিকুজ্জামান, ডামুড্যা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন- প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জাকির হোসেন, ইসলামী চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এম ডি জাফর, ডামুড্যা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল্লাহ বেপারী, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. মাহবুব আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক কালাম সরদার, সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান সিহাব, ব্যবসায়ী মো. জাকির হোসেন, হুমায়ূন কবির প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম