Logo
Logo
×

সারাদেশ

এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে গোয়ালন্দে স্মরণসভা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৬:৩১ পিএম

এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে গোয়ালন্দে স্মরণসভা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা জাতীয় পার্টি। 

দোয়া মাহফিল পরিচালনা করেন- গোয়ালন্দ মা আমেনা জামে মসজিদের খতিব মাওলানা মো. রোকনউদ্দীন।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির পৌর শাখার সভাপতি মো. মিজানুর রহমান বাবলু, হেলাল মাহমুদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান, দৌলতদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. মজিবর রহমান প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম