নুরুল ইসলামের জন্য দোয়া করেছেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজরা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৮:২৫ এএম
![নুরুল ইসলামের জন্য দোয়া করেছেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজরা](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/14/image-695792-1689301499.jpg)
বরগুনায় যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের বরগুনা দক্ষিণ প্রতিনিধি নুরুল আহাদ অনিকের আয়োজনে বরগুনার একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসার হাফেজদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, গ্লোবাল টেলিভিশনের বরগুনা প্রতিনিধি হিমাদ্রি শেখর কেশব, ইনকিলাবের বরগুনা প্রতিনিধি জাহাঙ্গীর কবির মৃধা, একুশে টেলিভিশনের বরগুনা প্রতিনিধি জয়দেব হাওলাদার, দেশ টিভির বরগুনা প্রতিনিধি রিয়াজ আহমেদ মুসা, বাংলা-ভিশনের বরগুনা প্রতিনিধি শহিদুল ইসলাম স্বপ্ন সহ বরগুনা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া পরিচালনা করেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ব্রেইল কারি মাহমুদুর রহমান মিরাজ।